মালির দক্ষিণাঞ্চলে কাস্টমস কর্মকর্তারা ৮৫ লাখ ডলার মূল্যের সোনা উদ্ধার করেছে,
যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭১ কোটি টাকার বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঐসব সোনা একটি গাড়ির ভিতরে লুকিয়ে রাখা ছিল। ১৪৩ কিলোগ্রাম (৩১৫ পাউন্ড) সোনা পার্শ্ববর্তী দেশ গিনিতে নেয়া হচ্ছিল।
মালির সীমান্তে দেশটির কর্মকর্তারা প্রায়ই স্বর্ণ উদ্ধার করে থাকে।
দেশটির কাস্টম সার্ভিসের ডেপুটি মহা-পরিচালক আমিদোউ ফকৌরৌ বাকাগা বলেন,
শনিবার রাতে উদ্ধার করা ৮৮ খন্ড সোনা কাস্টমস কর্মকর্তাদের অজান্তেই রপ্তানি করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম আমাদের অর্থনীতির অগ্রগতির জন্য ক্ষতিকর।
বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালি হচ্ছে এ মহাদেশের পঞ্চম বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ
0 Please Share a Your Opinion.: